★ Baazaar (2018) বলিউড মুভি রিভিউ ★

MLWBD .com October 27, 2018 Views 1035

★ Baazaar (2018) বলিউড মুভি রিভিউ ★

→ ইন্ডাস্ট্রিঃ- বলিউড
→ জনরাঃ- বিজনেস , ক্রাইম

গত কয়েকমাস ধরে অনেকেই স্পয়লার শব্দটা মুখস্ত করে নিয়েছেন। কেউ রিভিউ দিলেই কমেন্ট – “ভাই স্পয়লার দিলেন ক্যান?” যদি আপনার ও এরকম কমেন্ট করার ইচ্ছে থাকে , রিভিউটি না পড়ার অনুরোধ রইল।

★ বলিউড ইন্ডাস্ট্রিতে এর আগেও ভাল কিছু বিজনেস টাইপ ফিল্ম দেখা গিয়েছিল। যেমন , রকেট সিং , গুরু , বাদম্যাশ কোম্পানী , কর্পোরেট এবং সদ্য রিলিজ হয়া সুই ধাগা ও বটে। তবে বলিউডে ব্লাক ক্রাইম বিজনেস ফিল্ম এর ছোয়া তেমন পাওয়া যায় নি। এদিকে গতকাল ব্লাক বিজনেস , ক্রাইম জনরার একটি মুভি রিলিজ হল। #বাজার 🙂 সবচেয়ে মজার বিষয় এই যে , মুভিতে একজন পিউর বিজনেসম্যান এর ক্যারেক্টার তুলে ধরা হয়েছে , যা একটি নেগেটিভ রোল এবং ক্যারেক্টার টি পিউর বিজনেস মেন্টালিটির পারশন।

╚●► প্লটঃ মুভিতে রিজওয়ান নামক এক যুবক ভাগ্যের সন্ধানে শহরে আসেন। তার লক্ষ্য হল উচ্চতায় পৌছানো এবং রয়েছে মনে অটুট বিশ্বাস ও বিজনেস মাইন্ড। শহরে এসে খুবই চতুরতার সাথে একটি চাকরিও জোগার করে নিয়েছেন। কিন্তু এটিই শেষ নয়। তার ইচ্ছে শহরের সবচেয়ে বড় ব্রোকার এবং বিজনেসম্যান শকুন কোঠারীর সাথে কাজ করার। তারপর কোন এক ভাবে শকুন কোঠারীর সাথে তার বন্ধুত্বও হয়ে যায়।

তবে এটাই শেষ ছিল না। মুভি যত এগোচ্ছিল , দেখা গেল যে শকুন কোন টিপিক্যাল বিজনেসম্যান নয়। সে হিসেব বুঝেনা। কোম্পানী বুঝেনা। টাকা বুঝেনা। সম্পর্ক বুঝেনা। শুধু বুঝে একটাই শব্দ। তা হল “প্রোফিট বা লাভ” 👌

ঠিক এভাবেই মুভি এগোয় আর এদিকে রিজওয়ান ফেঁশে যায় কোন এক বড় কেসে। আর তার জন্য দায়ী #শকুন। কিন্তু , শকুন কেনো এ কাজ করলো , তার উদ্দেশ্য কি ছিল?

মুভির ফিনিসিং এর আগে অবশ্যই টুইস্ট রয়েছে। মোটামুটি ভাল একটি প্লট বলা যেতে পারে। একদম মাস্ট ওয়াচ লেভেলের না হলেও অন্যান্য বস্তাপঁচা মুভির চেয়ে অনেক ভাল।

শকুন কোঠারীর ক্যারেক্টার টি একদম ই ফেলে দেয়ার মতো নয়। একটি বিজনেস মাইন্ড কেমন হতে পারে , তার স্বচিত্র মাত্র। চোখের আড়ালে বিজনেসম্যানদের ঠিক এরকম একটি রূপ ই দেখা যায়। ব্যাপারটি আমার ভাল লেগেছে এবং ক্যারেক্টার টি মানানসই ও ছিল।

মুভিটিকে আমি ব্যাক্তিগতভাবে রেট করছি – ৭.৭/১০ ✌

Leave a comment

Name *
Add a display name
Email *
Your email address will not be published
Website